Site icon Jamuna Television

গাজীপুরে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে দুইজনকে কারাদণ্ড

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের শ্রীপুুর উপজেলায় পুরনো ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ করার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এই সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মৃত জাবেদ আলীর ছেলে মো. জহির সিকদার (৬০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মোকসেদ আলীর ছেলে সুমন মিয়া (২৫)। এদের মধ্যে জহিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সুমন মিয়াকে পঞ্চাশ হাজার টাকা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, উপজেলার বদনীভাংগা গ্রামে বনের ভেতরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তা থেকে সীসা বের করা হত। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এরপর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

/আরএইচ

Exit mobile version