Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম ফিরবেন কিনা সিদ্ধান্ত জানা যেতে পারে আজ

ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম ইকবাল ফিরবেন কিনা— সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ। সিলেটে ড্যাশিং এই ওপেনারের সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচক ও বিসিবির কর্তারা।

আগামী ১২ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল জমা দিতে হবে বিসিবিকে। আর সেজন্য তামিম ইকবালের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিলেটে তার সঙ্গে আলোচনায় বসেছেন নির্বাচকরা। ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালকে দলে ফেরাতে চলছে তোড়জোড়।

বর্তমানে বিপিএল খেলতে সিলেটে অবস্থান করছেন ফরচুন বরিশালের অধিনায়ক। সেখানে তার সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

এদিকে, সাকিব আল হাসানকেও দলে চান গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছেন তারা।

/এনকে

Exit mobile version