মেহেরপুর করেসপনডেন্ট:
মেহেরপুরের গাংনী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাংনী উপজেলা পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২২) ও সৌরভ হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকী (২৩)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে তারা দুইজন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকুবপুর নামক স্থানে পৌঁছলে একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লাহ আল বাকিরও মৃত্যু হয়।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ

