Site icon Jamuna Television

মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ

অকালপ্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ। তিনি ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাজধানীর গুলশানের এক রেস্টুরেন্টে মারা যান।

এ উপলক্ষে সকালে ময়মনসিংহ শহরের ভাটিকাশরে অবস্থিত সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক দোয়া ও স্মরণসভা আয়োজন করা হয়।

ময়মনসিংহের বাড়িতে শুক্রবার বাদ জুমা পরিবারের পক্ষ থেকে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর কবি মাহবুবুল হকের জন্মবার্ষিকী। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাস্থ বকুলতলায় বিকাল ৩টায় কবির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাহবুবুল হক শা‌কিল মাননীয় প্রধানমন্ত্রীর বি‌শেষ সহকারী (মি‌ডিয়া) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের সাবেক জিএস, ছাত্রলীগ কেন্দ্রীয় ক‌মি‌টির সাবেক সি‌নিয়র সহ সভাপ‌তি ও সাংগঠ‌নিক সম্পাদক। তাঁর প্রকাশিত বইগুলো হলো ‘খেরোখাতার পাতা থেকে’ ‘মন খারাপের গাড়ী’ ও ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’।

Exit mobile version