Site icon Jamuna Television

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ জটিলতা কাটবে দ্রুতই: রাশিয়ার রাষ্ট্রদূত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন। দায়িত্ব নেয়ার পর রোববার (১৯ জানুয়ারি) প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত।

পরে সাংবাদিকদের তিনি জানান, অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিলো। সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা দ্রুতই এর সমাধান হবে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে আশা প্রকাশ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানায় রাশিয়া।

/এএস

Exit mobile version