Site icon Jamuna Television

বাংলা একাডেমির পুরস্কার দেয়ার পদ্ধতি অদ্ভূত: ফারুকী

ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে সংশোধন করা গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির পুরস্কার দেয়ার পদ্ধতি অদ্ভূত। এখানে একটা কোটারী পদ্ধতি আছে, কোটারি স্বার্থের ব‍্যবস্থাটি দূর করে পুরো একাডেমি সংস্কারের ব‍্যবস্থা নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। তিনি বলেন, আমি বলছি না যারা পুরস্কার পেয়েছে সবাই খারাপ। সলিমুল্লাহ খান, মাসুদ খানের মতো বড় লেখকেরা পুরস্কার পেয়েছেন। পুরো বাংলা একাডেমিটাকে ঢেলে সাজানোর জন্যই সংস্কার কমিটির কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

সংস্কৃতি উপদেষ্টা জানান, বাংলা একাডেমিতে এমন এক ব‍্যবস্থা ছিলো সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া সদস্য হতে পারবে না। সলিমুল্লাহ খানও দুই বার বাংলা একাডেমির সদস্য হতে চেয়ে পারেননি। যারা ভালো চিন্তা করছে তাদের অন্তর্ভুক্তির জায়গা না থাকলে বুঝতে হবে একাডেমিটা ঠিকমতো চলছে না। পরিচালনা পদ্ধতি থেকে নীতিমালা সব সংস্কার করতে হবে যাতে এটি একটি চলমান প্রতিষ্ঠান হতে পারে।

তিনি আরও জানান, বাংলা একাডেমি পুরস্কার বাতিল করা হয়নি স্থগিত করা হয়েছে। এটি রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে। এই বইমেলায় কোনো বই নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version