টাকা না পেয়ে খেললেন না বিদেশিরা, দেশিদের নিয়েই খেলছে রাজশাহী

|

গুঞ্জন ছিল আগেই। ঢাকা পর্বে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে শনিবার অনুশীলনে ছিলেন না দুর্বার রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার। পেমেন্ট না পেলে রোববারের (২৬ জানুয়ারি) ম্যাচ খেলবেন না তারা, সেই গুঞ্জনই হলো সত্যি।

হোটেল থেকে ক্রিকেটারদের টিম বাসে ওঠার কথা ছিল ৪টায়। কিন্তু বিদেশি ক্রিকেটাররা শেষ পর্যন্ত ম্যাচ খেলতে না চাওয়ায় প্রায় ৪টা ৪৫-এর দিকে বাস ছাড়ে টিম হোটেল থেকে। মাত্র ১৩ জন ক্রিকেটার নিয়ে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে মিরপুরে আসে দুর্বার রাজশাহী। এমনই অদ্ভূত ঘটনার স্বাক্ষী হলো আজ বিপিএল।

এদিকে, হোটেল ছাড়ার আগে এনামুল হক বিজয়ের সেলফিতে দেখা যায় লোকাল ক্রিকেটারদের উচ্ছ্বাস। জানা গেছে, পেমেন্ট পাওয়ার পর মাঠের উদ্দেশে রওনা হন দেশি ক্রিকেটাররা।

তবে, বিতর্কের পর আসে প্রশ্ন। যেখানে বিপিএলে নিয়ম ন্যুনতম দুইজন বিদেশি ক্রিকেটার খেলানোর। সেখানে ১১জন লোকাল ক্রিকেটার নিয়ে কীভাবে ম্যাচ খেলছে রাজশাহী? এক বার্তায় বিসিবি নিশ্চিত করেছে টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় বিদেশিদের ছাড়া রংপুরের বিপক্ষে ম্যাচ খেলার অনুমতি পেয়েছে দলটা।

জানা গেছে, বিদেশি ক্রিকেটারদের মাঠে আনতে শেষ চেষ্টা করেছিল বিসিবিও। বাস পাঠানো হলেও মাঠে আসতে রাজি হয়নি কোনো ক্রিকেটার। তাইতো বাধ্য হয়ে বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার নজির গড়লো দুর্বার রাজশাহী।

বিপিএলের শুরু থেকেই ছিল বিতর্ক ও সমালোচনা। টিকিট নিয়ে অসন্তোষের পর প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতে সরগরম ক্রিকেটপাড়া। পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কটসহ দুর্বার রাজশাহীর ম্যাচ না খেলার হুমকি ছিল চট্টগ্রাম পর্বেই। পরবর্তীতে বিসিবি সভাপতির আশ্বাসে মাঠে ফেরে রাজশাহীর ক্রিকেটাররা। তবে, এরপরেও শেষ হয়নি পেমেন্ট জটিলতা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply