Site icon Jamuna Television

নতুন পদ্ধতিতে মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস। এজন্য আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটির ভিসা আবেদন বন্ধ থাকবে।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন প্রক্রিয়ার মাধ্যমে ওয়েবসাইটে ভিসা আবেদন চালু হবে। তবে ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে যে সকল আবেদনকারীর সাক্ষাৎকারের সূচি রয়েছে, তাদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।

পোস্টে আরও বলা হয়, আজ মঙ্গলবার থেকে প্রতি মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত থাকবে।

/আরএইচ

Exit mobile version