Site icon Jamuna Television

মাদারীপুরে নদ থেকে নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর শনিবার (৮ ফেব্রুয়ারি) নদের আলাদা দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশুর নাম মিনহাজ হোসেন (৭) ও উম্মে কুলসুম (১২)। সম্পর্কে তারা আপন ভাই-বোন।

নিহতের স্বজনরা জানান, গত বুধবার দুপুরে মাদরাসা থেকে ফিরে দুই ভাইবোন কুমার নদে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে মিরাজ। পরে তাকে বাঁচাতে কুলসুম পানিতে ঝাঁপ দেয়। তারপর দুইজনই তলিয়ে যায়। এ সময় আরেক শিশু তাদের ডুবে যেতে দেখে পরিবারকে জানায়। পরে স্থানীরা এসে অনুসন্ধান চালালেও তাদের পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের পাশাপাশি টানা তিনদিন অভিযান চালিয়েও নিখোঁজদের উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নদের থানতলী এলাকায় তাদের মরদেহ পাওয়া যায়।

/আরএইচ

Exit mobile version