বাংলাদেশে প্রথমবারের মতো এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে আল্ট্রা নন-স্টিক ইমালশন। আল্ট্রা নন-স্টিক ইমালশন সাধারণ প্লাস্টিক পেইন্ট থেকে আলাদা। এটি দেয়ালে দাগ বা ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে পরিষ্কার। আর এই পেইন্ট পাওয়া যাবে প্লাস্টিক পেইন্টের সমান দামেই।
আল্ট্রা নন-স্টিক পেইন্টের ইন্টেরিয়র ভ্যারিয়েন্ট সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় ৫ গুণ বেশি মসৃণতা দেয়। এ ছাড়াও, ২ গুণ বেশি উজ্জ্বলতা এবং আরও প্রাণবন্ত রঙের শেড দিয়ে থাকে যা দেয়ালের নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা দেয়। এর সঙ্গে আরও রয়েছে ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি।
এই পেইন্টে ব্যবহৃত হয়েছে ডার্ট পিক আপ রেজিস্ট্যান্স ও ওয়েদারগার্ড প্রযুক্তি। এই প্রযুক্তি যেকোনো আবহাওয়াতে দেয়ালের ক্ষতি হতে দেয় না এবং বাইরের দেয়াল থাকে সম্পূর্ণ দাগহীন। এমনকি, এক্সটেরিয়র পেইন্টেও ৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি পাবেন গ্রাহক।
/এএস
Leave a reply