কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ডিপসিকের মডেলগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তার পর বিশ্বব্যাপী ডেভেলপারদের মধ্যে প্রতিযোগিতা তীব্র হওয়ার সাথে সাথে চীনা ইন্টারনেট সার্চ জায়ান্ট বাইডু তাদের উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১ এপ্রিল থেকে বেইজিংভিত্তিক কোম্পানিটির এআই চ্যাটবট, এআই পেইন্টিংয়ের মতো প্রিমিয়াম বৈশিষ্ট্যসহ আর্নি বট মোবাইল এবং ডেস্কটপ উভয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে উপলব্ধ হবে বলে জানানো হয়।
বাইডুর ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার নতুন এআই মডেল ‘জিপিটি-৫’-এর রোডম্যাপ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা বিনামূল্যে ‘জিপিটি-৫’-এ সীমাহীন অ্যাক্সেস পাবেন, যদিও অর্থপ্রদানকারী গ্রাহকরা “উচ্চ স্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা” অ্যাক্সেস করতে পারবেন।
এর আগে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাইডু আরেকটি পোস্টে বলেছে যে তারা জুনের শেষ নাগাদ তাদের পরবর্তী প্রজন্মের এআই মডেল চালু করার পরিকল্পনা করছে। সেই সাথে প্রথমবারের মতো তারা এআই মডেলের সেই সংস্করণটি ওপেন সোর্স করবে। যাতে গ্রাহকরা ডিপসিকের সমস্ত মডেলের মতো বিনামূল্যে সেগুলো ব্যবহার করতে পারে।
এতে আরও বলা হয়েছে যে, উন্নত যুক্তি ক্ষমতা এবং বিশেষজ্ঞ-স্তরের প্রতিক্রিয়াসহ আর্নির ডিপ সার্চ ফাংশনটি এপ্রিল মাসে বিনামূল্যে চালু হবে।
ধারাবাহিক ঘোষণাগুলো চীনে তীব্রতর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় বাইডু এবং অন্যান্য সংস্থাগুলো যে চাপের মুখোমুখি হচ্ছে তা প্রতিফলিত করে, বিশেষ করে ডিপসিকের সাম্প্রতিক প্রকাশের পর। চীনা স্টার্টআপের সর্বশেষ আর-ওয়ান মডেলটি উল্লেখযোগ্যভাবে কম খরচে তুলনামূলক ভালো পারফরম্যান্স প্রদান করে বিশ্বকে অবাক করে দিয়েছে।
/এআই
Leave a reply