Site icon Jamuna Television

আনুষ্ঠানিক প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর জন্য নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে সড়ক পথে তিনি গণভবন থেকে রওয়ানা দেন। দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে বেরিয়ে পড়বেন নির্বাচনী প্রচারে।

কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা ঘিরে টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

Exit mobile version