Site icon Jamuna Television

তেল, ডাল, আটা-ময়দাসহ বেশকিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার

রমজানে বাজার স্থিতিশীল রাখতে বেশকিছু নিত্য পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মসলা। সোমবার (২ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত উৎপাদন পর্যায়ে রেপসিড অয়েল ও কেনোলা অয়েলের ওপর ভ্যাট অব্যাহতি থাকবে। তবে সরিষার তেলের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছে রাজস্ব বোর্ড। অবশ্য যারা নিজেরা আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করেন, তারা ভ্যাট অব্যাহতি সুবিধা পাবে না।

তবে ভ্যাট সুবিধা পেতে বেশকিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে– ভ্যাট নিবন্ধন, চালান ইস্যু, সব ধরনের রেজিস্টার সংরক্ষণ, মাসিক ভ্যাট রিটার্ন দাখিল।

/এসআইএন

Exit mobile version