Site icon Jamuna Television

সুনামগঞ্জের জলমহালে ফের লুট, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া

সুনামগঞ্জ করেসপনডেন্ট: 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সতোয়া জলমহালে দ্বিতীয় দফা লুট চেষ্টার সময় পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে হয়েছে। এর আগে গত মঙ্গলবার হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে প্রথম দফায় লুটে নেয় জলমহালের মাছ। 

পুলিশ জানায়, শুক্রবার (৭ মার্চ) সকালে দ্বিতীয় দফা জলমহালের আশেপাশে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ সতোয়া বিলে মাছ ধরতে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেয় পুলিশ।

এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর ক্ষেপে যায়। এময় পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জলমহাল ইজারাদারদের দুইটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়।

পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন, পুলিশ এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। 

জলমহালের মাছ সুরক্ষায় পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে বলে জানায় পুলিশ। সরকারি জলমহালে মাছ না ধরার পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

/এমএইচ

Exit mobile version