Site icon Jamuna Television

প্রথম ধাপে চিকিৎসা নিতে চীনের উদ্দেশে ১৪ বাংলাদেশি রোগী

চীনের সঙ্গে নতুন অধ‍্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদশের। প্রথম ধাপে ১৪ বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসা নিতে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন।

আজ সোমবার (১০ মার্চ) চীনের উদ্দেশে বাংলাদেশিদের এই যাত্রার সূচনা হয়।

বিমান ভাড়া কমানো ও যাত্রা সহজে কাজ করবে চীন, এই প্রত‍্যশা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। চীন ও বাংলাদেশের মধ্যকার চিকিৎসা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক উদ্যোগের অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ঘোষণা দিয়েছিলেন, চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের গ্রহণ করার জন্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম দলে রোগীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য, চিকিৎসক, ট্যুর অপারেটর এবং সাংবাদিকসহ মোট ৩১ জন রয়েছেন।

/এএইচএম/এএম

Exit mobile version