Site icon Jamuna Television

নাসিবের সহায়ক কমিটির আহ্বায়কের দায়িত্বে মনিরুল

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর সহায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ড ইনফিনিটি, রিচম্যান, লুবনানের পরিচালক মো. মনিরুল হক খান।

সোমবার (১০ মার্চ) নাসিবের মিডিয়া এন্ড প্রটোকল অফিসার জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসকের বর্ধিত মেয়াদ গত  ১১ ফেব্রুয়ারি ২০২৫ ইং উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ার পর এখন কোনো প্রশাসক নিয়োগ করা হয়নি। এমন পরিস্থিতিতে নাসিবের প্রশাসনিক কার্যক্রম এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নাসিবের সহায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ময়মনসিংহের মোহনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আব্দুল হামিদ, রাজশাহী সিল্ক গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স সাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী হাজী আব্দুস সাত্তার, জামালপুরের এম কে এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. খলিলুর রহমান।

/এসআইএন

Exit mobile version