Site icon Jamuna Television

চট্টগ্রামে ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে লোহার রড বিদ্ধ হয়ে রঞ্জন (৭) নামে এক শিশু মারা গেছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে মাইলের মাথার আজিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশুটি মারা যায়। নিহত রঞ্জন পটুয়াখালীর বাবলু সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রঞ্জন ভবনের ছাদে খেলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায় সে। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব এলাহী বলেন, তারা যাওয়ার আগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।

/এএস

Exit mobile version