Site icon Jamuna Television

মিয়ানমারে রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নিধনকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজিন্টেটিভসে’ ৩৯৪ ভোট পেয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়।

রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক উদ্বেগে এ বিষয়ে তৎপর হয় মার্কিন প্রশাসন। সেনাবাহিনীর নিধনযজ্ঞকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে অভিহিত করে দেশটি। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, যুক্তরাষ্ট্রে অবস্থিত মিয়ানমার দূতাবাস।

গেলো আগস্টে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিয়ানমারে গণহত্যা ও গণধর্ষণের শিকার রোহিঙ্গারা। যদিও বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে নেইপিদো প্রশাসন। এদিকে, মিয়ানমারে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তির আহ্বানও জানান মার্কিন আইনপ্রণেতারা।

Exit mobile version