Site icon Jamuna Television

উত্তরা থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জিএমের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

দুইদিন নিখোঁজ থাকার পর উত্তরার দিয়াবাড়ি থেকে হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আহসান উল্লাহ হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) ছিলেন। তিনি পরিবার নিয়ে মিরপুরের দিয়াবাড়ি চণ্ডালভোগ এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, সুরতহালে আহসান উল্লাহর মাথা, মুখ, হাতের আঙুল এবং পায়ে জখমের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাছাড়া, আগেই আহসান উল্লাহর নিখোঁজের ঘটনায় অপহরণ মামলা করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান।

/আরএইচ

Exit mobile version