Site icon Jamuna Television

শেখ মুজিবকে ‘স্বাধীনতার ঘোষক’ দাবি করে পোস্ট, সরাইলের এসিল্যান্ড প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ দাবি করে অফিসিয়াল ফেসবুক আইডিতে পোস্ট করার পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এর আগে, ওইদিন সকালে ফেসবুক আইডিতে দেয়া একটি পোস্টে শেখ মুজিবুর রহমানেরকে স্বাধীনতার ঘোষক দাবি করা হয়। এ পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। যদিও পোস্টটি কিছুক্ষণ পরে মুছে দেয়া হয় আইডি থেকে। এরপর পৃথক আরেক পোস্টে আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করেন এসিল্যান্ড কায়ছান।

এদিকে পোস্ট দেয়ার পর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ফেসবুক পোস্টের জেরে এসিল্যান্ড কায়ছানকে সরাইল থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
/এটিএম

Exit mobile version