Site icon Jamuna Television

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

সুনামগঞ্জের তাহিরপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ২০২ পিস ভারতীয় শাড়ী ও ৬৭০ কেজি ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মার্চ) ভোরে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের নারায়ণতলা ও লাউয়েরগড় বিওপির সদস্যরা এসব পণ্য জব্দ করে। 

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৩৩ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। 

২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ফুচকা জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

/আরএইচ

Exit mobile version