Site icon Jamuna Television

কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, হামলার শিকার স্বজনরা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে যাওয়া এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এসময় হামলার শিকার হয়েছেন নানা ও নানী। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্বজনদের অভিযোগ, পাশের বাড়ির নাজিম নামের এক যুবক বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ ফেলে রাখে টয়লেটে। বিষয়টি দেখে ফেলায় নানা ও নানীকে কুপিয়ে জখম করে অভিযুক্ত ব্যক্তি।

অপরদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। তবে এখনও পলাতক অভিযুক্ত যুবক। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

/এএইচএম

Exit mobile version