Site icon Jamuna Television

কেন আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়ালেন হৃদয়?

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেষ হয়েছে ঐতিহ্যবাহী দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াই। তবে রেশ রয়ে গেছে খেলার মাঝে ঘটে যাওয়া আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কির এক ঘটনার।

শনিবার (১২ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জমে ওঠে বহুল প্রতিক্ষিত আবাহনী ও মোহামেডানের লড়াই।

ম্যাচে ২৬৫ রানের টার্গেটে ব্যাট করছিল আবাহনী। অষ্টম ওভার করতে পেসার ইবাদত হোসেনের হাতে বল তুলে দেয় মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়।

সেসময় ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ মিঠুন। ইবাদতের ছোঁড়া প্রথম বলটি মোহাম্মদ মিঠুনের পায়ে লাগে। এলবিডব্লিউ’র আবেদন করে মোহামেডানের খেলোয়াড়রা। কিন্তু সাড়া দেননি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। পরে রিপ্লেতেও দেখা যায়, ইনসাইড এজ ছিল। অর্থাৎ আম্পায়ার সৈকত সঠিক সিদ্ধান্তই দিয়েছিলেন।

এরপরেই বাধে বিপত্তি। আপত্তি জানাতে শুরু করে মোহামেডানের ক্রিকেটাররা। বোলিং মার্কে ফিরে না গিয়ে এদিক-ওদিক উষ্মা করতে দেখা যায় ইবাদতকে। একপর্যায়ে দলীয় অধিনায়ক হৃদয় এগিয়ে যান আম্পায়ারের দিকে। এসময় বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে তাদের মধ্যে। কেউ কাউকে ছেড়ে কথা বলেননি।

বিষয়টি ম্যাচের সঙ্গেই শেষ হতে পারতো। কিন্তু তা হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা হৃদয়ের কাছে বিষয়টি কী হয়েছিল, তা জানতে চান। এমন ঘটনা হলে ক্রিকেটাররা সাধারণত বলেন, মাঠের ঘটনা মাঠেই শেষ কিংবা ভুল বোঝাবুঝি হয়েছিল। এ দফায় হৃদয় তেমন কোনো কথাই বলেননি। উল্টো মাঠে যে অবস্থানে ছিলেন, সেখানে থেকেই উত্তর দেন। বলেন, তিনি (আম্পায়ার সৈকত) ইন্টারন্যাশনাল আম্পায়ার হলে আমিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার। মানুষ মাত্রই ভুল হয়। ভুল হলে স্বীকার করা উচিত।

হৃদয় আরও এককাঠি এগিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ারদের মান নিয়ে। বলেন, সবসময় প্লেয়ারদের দোষ দিলে হবে না। খুব বেশি আম্পায়ার কি ভালো করছেন?

উল্লেখ্য, ডিপিএলের ১১ম রাউন্ডের এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডান ৪৮.২ ওভারে ২৬৪ রান করে অলআউট হয়। অসুস্থ তামিমের জায়গায় একাদশে জায়গা পেয়ে আনিসুল ইসলাম ইমন মোহামেডানের হয়ে ১১৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৬ রানেই চার উইকেট হারায় আবাহনী। তবে বিপদে পড়া আবাহনীকে আশা দিয়েও জয় উপহার দিতে পারেনি ১১৩ বলে ৮০ রানে আউট হওয়া জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত। শেষ পর্যন্ত ৩৯ রানের জয় তুলে নেয় মোহামেডান। 

/এমএইচ

Exit mobile version