Site icon Jamuna Television

বেনজীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত ঢাকা বোট ক্লাবের

অর্থ লুটপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লে. কমান্ডার তাহসিন আমিন (অব.)-এর ক্লাব মেম্বারশিপ বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বোট ক্লাবের প্রথম নির্বাচিত কমিটির ১৭তম কার্যনির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিগত কার্যনির্বাহী পর্ষদের সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি লে. কমান্ডার (অব.) তাহসিন আমিনের বিভিন্ন আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়ে আলোচনা হয়। 

সভায় জানানো হয়, দীর্ঘ সময়ের বিভিন্ন পর্যায়ের তদন্ত কার্যক্রম ও তার ফলশ্রুতিতে অনিয়মের অনেক প্রমাণ মিলেছে। পরে অডিট ফার্মের অডিটের মাধ্যমে নিশ্চয়তা পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে সাবেক ক্লাব প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এবং সাবেক ক্লাব সেক্রেটারি তাহসিন আমিনের আর্থিক অনিয়মজনিত বিষয়ে সংশ্লিষ্টতার কারণে প্রথম নির্বাচিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল করে। একইসঙ্গে অন্যান্য শান্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য নকিব সরকার অপু, জেসমুল হুদা মেহেদী অপু, আসমা আজিজ, এ কে এম আইযাজ আলী (খোকন), আলীম আল কাজী (তুহিন), খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এম এ রহমান, মো. জাকির হোসাইন ও খন্দকার হাসান প্রমুখ।

/এআই

Exit mobile version