Site icon Jamuna Television

নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত যুদ্ধজাহাজের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সেইসাথে নৌযানটি থেকে উৎক্ষেপণ করা হয় নতুন প্রযুক্তির সুপারসনিক ক্ষেপণাস্ত্র। বুধবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতি চালানো হয় এ পরীক্ষা। এ সময় যাচাই করা হয় নৌযানের ভার্টিকাল লঞ্চিং সিস্টেম বা ভিএলএস প্রযুক্তি। সুপারসনিক মিসাইল ছাড়াও এতে উৎক্ষেপণ করা হয় বিভিন্ন ধরনের ক্রুজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বুধবার এ সংক্রান্ত ছবি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ।

এর আগে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ং থেকে কিছুটা দূরে এক সামরিক ডকইয়ার্ডে ‘চো হিয়ন’ নামের যুদ্ধযানটি উদ্বোধন করা হয়। পারমাণবিক হামলার ক্ষমতাসম্পন্ন ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজটি থেকে ছোড়া যাবে আনুমানিক ৮২টির মত ক্ষেপণাস্ত্র।

/এএইচএম

Exit mobile version