স্বাধীনতার সাড়ে চার দশকেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। এটাই এখন উন্নয়নের পথে প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভর কয়লা ও এলএনজি’র প্রতি ঝুঁকে পড়া সরকারি নীতির কঠোর সমালোচনা করছেন তারা। বলেছেন, সংকট মোকাবিলায় নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে এখনই নিতে হবে কার্যকর উদ্যোগ। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে মাহফুজ মিশুর রিপোর্ট।
![পাঁচ বছরে ৯৯৯: ৫ কোটি কলের মধ্যে অপ্রয়োজনীয় ৩ কোটি](https://www.jamunanews.tv/wp-content/uploads/2023/11/999-1-263x147.jpg)
Leave a reply