Site icon Jamuna Television

কেমিক্যাল দিয়ে পাকানো সাড়ে ৮ হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরা করেসপনডেন্ট:

ঢাকায় পাঠানোর সময় কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক গোবিন্দভোগ আম জব্দ করেছে প্রশাসন। মেপে দেখা গেছে সেখানে আট হাজার ৫০০ কেজি আম ছিল।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়ক এ আম জব্দ করা হয়।

এ আমগুলো জব্দ করতে সহায়তা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন। তিনি জানান, কেমিক্যাল দিয়ে পাকানো এক ট্রাক আম ঢাকায় পাঠানো হচ্ছিল খবর পেয়ে ট্রাক থামিয়ে প্রশাসনকে খবর দিলে কর্মকর্তারা এসে আমগুলো জব্দ করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল। কিন্তু আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ ও আট হাজার ৫শ কেজি কেমিক্যাল দিয়ে পাকানো আম ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version