Site icon Jamuna Television

নিষিদ্ধ ওষুধ সেবন করে নিষেধাজ্ঞার কবলে রাবাদা

নিষিদ্ধ ওষুধ গ্রহণের দায়ে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত ৩ এপ্রিল আচমকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরে যান কাগিসো রাবাদা। তখন ব্যক্তিগত বিষয়ের কথা বললেও নিষিদ্ধ ওষুধ গ্রহণ করে সাময়িক নিষেধাজ্ঞার জন্য তখন দেশে ফিরে গিয়েছিলেন সাউথ আফ্রিকান পেসম্যান।

শুক্রবার (২ মে) এক বিবৃতিতে এ ঘটনার কথা জানিয়েছেন কাসিগো রাবাদা। গত এসএ টি-টোয়েন্টিতে নিষিদ্ধ ওষুধ সেবন করেন কাগিসো রাবাদা। তার মেডিকেল পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে, তাতেই নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত আসে। তবে এটা কোনো শক্তিবর্ধক ওষুধ ছিল না বলে জানা গেছে।

কাগিসো রাবাদা ঠিক কত দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন, সেটি নিয়ে আগামী সপ্তাহে বিবৃতি দিতে পারে দক্ষিণ আফ্রিকার মাদকবিরোধী সংস্থা মাদকমুক্ত ক্রীড়াঙ্গন বা এসএআইডিএস।

/এমএন

Exit mobile version