Site icon Jamuna Television

করিডোর দেয়ার আগে জনগণের রায় লাগবে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় করিডোর দেয়ার আগে জনগণের রায় লাগবে। বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছে তাদের রায় লাগবে। এটা কোনো ছোট বিষয় না।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আওলিয়ার মাজারে ওরশ শরীফ ও মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা অনেক জায়গায় দেখছি ইন্টিরিম সরকার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে অবহেলা করছে। এই জায়গায় অবহেলা করার সুযোগ নেই।

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, পৃথিবীর ইতিহাসে আমরা অনেক জায়গায় দেখেছি, করিডোরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে। বিভিন্ন রকম ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা এসেছে। বিভিন্ন দেশ ঢুকেছে। জাতিসংঘ ঢুকেছে। জাতিসংঘের নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী মানুষ ঢুকেছে, রাষ্ট্র ঢুকেছে। এই সুযোগ আমরা বাংলাদেশে আর হতে দেব না।

তিনি বলেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তারপাশে পাকিস্তান। আমরা কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী এই দুইটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হোক। কেননা এই দুইটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ। যুদ্ধ পরিস্থিতি দাঁড়ালে ভুক্তভোগী হবে বাংলাদেশ।

/এটিএম

Exit mobile version