Site icon Jamuna Television

হামলার শঙ্কায় পাঞ্জাবের গুরদাসপুর জেলায় ব্ল্যাক আউটের নির্দেশ

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দেয়া হয়েছে। ব্ল্যাক আউট চলাকালীন জেলার সব বাসিন্দাদের বাড়ির আলো নিভিয়ে রাখতে বলা হয়েছে। রাস্তাঘাট, দোকান, অফিস ও অন্যান্য স্থাপনাগুলোর আলোও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেয়া হলেও, তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিন্দুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক এক বিবৃতিতে বলেন, সব নাগরিকের সহযোগিতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সতর্কতামূলক পদক্ষেপ আমাদের সুরক্ষার জন্য নেয়া হয়েছে। অনুগ্রহ করে সবাই নির্দেশনা মেনে চলুন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

/এটিএম

Exit mobile version