Site icon Jamuna Television

নাকবা দিবসে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৪৩

ঐতিহাসিক নাকবা দিবসেও গাজাজুড়ে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণহানি ঘটেছে অন্তত ১৪৩ ফিলিস্তিনির। এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর থেকে উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শুরু হয় অনবরত হামলা। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় অঞ্চলটিতে প্রাণ গেছে ৬১ জনের। উত্তরাঞ্চলেও থেমে নেই হত্যাযজ্ঞ। জাবালিয়ার একটি চিকিৎসাকেন্দ্রে বিমান হামলায় মৃত্যু হয় কমপক্ষে ১৫ জনের। গাজায় মধ্যরাতে মৃত্যু হয় আরও ১৬ জনের। একের পর এক জোরালো হামলায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে গাজার তিনটি হাসপাতাল।

১৯৪৮ সালের ১৫ মে গোড়াপত্তন হয় ইসরায়েল ভূখণ্ডের। সামরিক বাহিনীর মাধ্যমে উচ্ছেদ করা হয় সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে। এরপর থেকেই দিনটিকে নিজেদের বিপর্যয়ের দিন অর্থাৎ ‘নাকবা দিবস’ হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা।

/এএম

 

Exit mobile version