Site icon Jamuna Television

নাইমের সেঞ্চুরি মিস, বৃষ্টিতে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা

মিরপুরে বৃষ্টিতে আগেভাগেই বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের প্রথম দিনের খেলা। আজ সেঞ্চুরি মিস করেছেন টাইগার ওপেনার নাইম শেখ।

প্রথম দিন শেষে অবশ্য ভালো অবস্থানে আছে নুরুল হাসান সোহানের দল। আজ ৪ উইকেটে ২২৫ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ জিতে এগিয়ে আছে নিউজিল্যান্ড ‘এ’। সিরিজে ফিরতে জয়ের বিকল্প নেই এখন বাংলাদেশ ‘এ’ দলের। আজ মিরপুরে প্রথম দিনে ভালোই করেছে টাইগাররা।

টস জিতে ব্যাট নেয়া বাংলাদেশের শুরুটা হয়েছিলো দারুণ। নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের ওপেনিং জুটিতে আসে ১৩০ রান। বিজয়কে ৪৮ রানে ফিরিয়ে জুটি ভাঙেন ফোকস। তবে নাঈম করেন ৮২ রান। এরপর ফিফটির দেখা পান সাইফ হাসানও। ৫১ রানেই থেমে যায় সাইফের ইনিংসও।

জাকির হাসান ১৯ রানে থামলে অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে শেষ করেন দিনের বাকিটা। অমিত হাসান ১৬ আর মাহিদুল ইসলাম অঙ্কন ১ রানে অপরাজিত আছেন। বৃষ্টির কারণে প্রথম দিন মাঠে গড়িয়েছে ৫৭ ওভার ৩ বল।

/এএম

Exit mobile version