Site icon Jamuna Television

কোচ হতে চান রিয়াদ-মুশফিক, বুলবুলকে জানান ইচ্ছার কথা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেয়ার আগেই আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তখন তিনি ছিলেন আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার।

শনিবার (১ জুন) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে (বিএসজেএ) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বুলবুল বলেন, আমি বিসিবিতে যোগ দেওয়ার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়।

তিনি আরও বলেন, আকরাম ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। লিপু ভাই, হাবিবুল বাশার—তারা তো একেকজন কিংবদন্তি। তারা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তারা মাঠের চরিত্র, উইকেটের চরিত্র, ড্রেসিং রুমের চরিত্র—সব জানেন। এই ধরনের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।

উল্লেখ্য, ক্রিকেটের তিন সংস্করণ থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুধুমাত্র টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম।

এর আগে, শুক্রবার (৩০ মে) বিকেলে জরুরি বোর্ড সভায় পরিচালকদের ভোটে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হন।

/এসআইএন

Exit mobile version