Site icon Jamuna Television

ঈদে মুক্তি পাচ্ছে কোন ৬ সিনেমা

রাত পোহালেই ঈদুল আজহা। সিনেপ্রেমিদের আনন্দকে দ্বিগুণ করতে প্রতি বছর বিনোদন নির্ভর গল্প নিয়ে হাজির হন নির্মাতারা। ঈদে চলচ্চিত্র মুক্তি দিতে তাদের দৌঁড়ঝাঁপ থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা। অন্যদিকে, মুক্তির তালিকা থেকে সরে দাঁড়িয়েছে চার সিনেমা। সংখ্যায় কম হলেও মানের দিক থেকে বিগত সময়ের তুলনায় নতুনত্ব দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাণ্ডব

তুফানের সাফল্যের পর এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়ে রায়হান রাফীর ‘তাণ্ডব’। শাকিব খানের না দেখা লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে স্পষ্টতই ভিন্ন বার্তা দিচ্ছে সিনেমাটি। বিশেষ আকর্ষণ হিসেবে আছেন জয়া আহসান। এরইমধ্যে এসেছে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’। গানটিতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। সম্প্রতি শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে রাফী জানিয়েছেন, সিনেমার ডাবিং শেষ। ‘তাণ্ডব’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

তিন আলোচিত সিনেমার পোস্টার

ইনসাফ

বর্তমানে ঢাকাই সিনেমার নতুন অবস্থানে তাসনিয়া ফারিণ। ঈদে মুক্তি পাবে তার প্রথম বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’। পুলিশ অফিসার ফারিনের বিপরীতে দেখা যাবে অপরাধ জগতের ত্রাস শরিফুল রাজকে। দর্শকদের জন্য বিদ্যুচ্চমক হিসেবে থাকছেন মোশাররফ করিম। ‘ইনসাফ’-এর টিজার, লুক দর্শক পছন্দ করেছেন। ছবিটির একটি গানও এসেছে। টিজার বা লুকে মোশাররফ করিমের নিউ লুক দর্শকদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেছেন, সিনেমাটি হলে দেখলে দর্শকদের ভালো লাগবে।

নীলচক্র

‘নীলচক্র’ নিয়ে দুবছর পর দেশের সিনেমায় কামব্যাক করছেন আরিফিন শুভ। সাথে থাকছেন মন্দিরা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ার নানামুখী ফাঁদ আর বাস্তব প্রতারণা নিয়েই গল্পের বুনন। অভিনয়ে আরও আছেন ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ। তরুণ সমাজের প্রযুক্তি নির্ভরতা তুলে ধরেছেন নির্মাতা মিঠু খান। তিনি বলেন, ঈদে সিনেমাটি শুধুই সিনেপ্লেক্সে মুক্তি পাবে। পরে এটা সিনেপ্লেক্সের বাইরে যাবে।

‘উৎসব’ সিনেমার পোস্টার

উৎসব

অনেকটা হুট করেই ঈদের সিনেমার তালিকায় যোগ হয়েছে তানিম নূরের ‘উৎসব’। থাকছেন জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরীর মতো ডাকসাইটে সব অভিনেতা। মূলত নিজেদের জীবন কেন্দ্রিক গল্পগুলোই বলবেন তারা। সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ— পরিবার ছাড়া দেখা নিষেধ।’

এশা মার্ডার

গত বছর ‘এশা মার্ডার: কর্মফল’ মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। ঈদুল আজহায় মুক্তির দৌঁড়ে রয়েছে সানী সানোয়ারের সিনেমা। প্রধান চরিত্রে পুলিশের ভুমিকায় দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিরিয়াল কিলিংয়ের ঘটনা নিয়েই বাঁধা হয়েছে গল্প। বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর। ছবিটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।

‘টগর’ সিনেমার পোস্টার

টগর

ঈদে মুক্তির তালিকায় আছে ‘টগর’। প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ। এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন আলোক হাসান। গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব হতে দেখা গেছে টগর সিনেমার টিমকে।

গত সপ্তাহে মুক্তির তালিকায় ১০ সিনেমা থাকলেও শেষমেশ সরে দাঁড়িয়েছে চারটি। এর মধ্যে রয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’, ফরহাদ হোসেনের ‘নাদান’, রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’।

সব মিলিয়ে এবারের ঈদে দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলো জমজমাট থাকবে, এটাই প্রত্যাশা সিনেপ্রেমিদের। চলচ্চিত্রের শুভাকাঙ্ক্ষীরাও নিশ্চয়ই বুক বাঁধবে রুপালি জোয়ারের আশায়..

/এএম

Exit mobile version