Site icon Jamuna Television

ইউরোপিয়ান দলবদলে উইঙ্গারে চোখ ক্লাবগুলোর

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে বড় জায়ান্টরা হন্যে হয়ে খুঁজছে আক্রমণভাগের খেলোয়াড়। বায়ার লেভারকুজেনের জার্মান তারকা ফ্লোরিয়ান ভিরসকে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোতে দলে নিচ্ছে লিভারপুল। সেই সাথে নিউক্যাসল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককেও পেতে আগ্রহী অলরেডরা। এদিকে, বার্সেলোনা পেতে চায় লুইস দিয়াসকে, আর ম্যান ইউনাইটেডের লক্ষ্য ভিক্টর গিওকারেস।

বলা যায়, চলমান ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে খুবই সক্রিয় ইংলিশ জায়ান্ট লিভারপুল। ফ্লোরিয়ান ভিরসের সাথে প্রাথমিক চুক্তি আগেই করা হয়ে গেছে। এবার ভিরসের বর্তমান ক্লাব লেভারকুজেনের সাথেও চুক্তি পাকা করে ফেলেছে লিভারপুল। ট্রান্সফার ফি আর বোনাস মিলে প্রায় দেড়শ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কে ভিরসকে দলে নিচ্ছে স্লটের দল।

নতুন এক স্ট্রাইকারের সন্ধানেও আছে লিভারপুল। ইংলিশ গণমাধ্যম বলছেন নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে নিতে আগ্রহী কোচ আর্নে স্লট। নিউক্যাসলের হয়ে গত দুই মৌসুমের দুর্দান্ত পারফর্ম করা এই স্ট্রাইকারকে পেতেও বড় অঙ্ক খরচ করতে হবে অলরেডদের। ট্রান্সফার এক্সপার্টরা বলছেন ন্যূনতম ১০০ মিলিয়নের নিচে কোনো প্রস্তাব গ্রহণ করবে না নিউক্যাসল।

ইসাকের বিকল্প হিসেবে জার্মান ক্লাব আইনট্রাফ ফ্রাঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার হুগো একিটিকের দিকেও দৃষ্টি রাখছে লিভারপুল।

তবে অলরেডদের ঘর ভাঙ্গতে আপ্রাণ চেষ্টা করছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াসকে খুব করে চায় কাতালান ক্লাবটি। মূলত লেভানডোভস্কির উত্তরসূরী হিসেবে দিয়াসকে পছন্দ ফ্লিকের।

ভালো স্ট্রাইকারের খোঁজে আছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। রেড ডেভিলরা মরিয়া হয়ে পেতে চাচ্ছে গত মৌসুমে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে গোল উৎসব করা সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিওকারেসকে। কিন্তু ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের মধ্য দ্বন্দ্ব লেগেছে। গিওকারেসের এজেন্ট জানিয়েছে ৭০ মিলিয়ন রিলিস ক্লসে তাকে পেতে পারে ম্যানইউ। কিন্তু স্পোর্টিং সাফ নাকোচ করেছে এই দাবি। তাইতো আপাতত আলোচনার টেবিলে আটকে গেছে এই চুক্তি।

এদিকে, ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালি চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিচ্ছেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এই বেলজিয়ান দুই বছরের চুক্তিতে নাম লেখাচ্ছেন নাপোলিতে। সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

অবশ্য ম্যান সিটি ইতোমধ্যেই ডি ব্রুইনার বিকল্প ডেরায় ভিড়িয়েছে। এসি মিলান থেকে ডাচ মিডফিল্ডার তিজ্জানি রেইন্ডার্সকে দলে নিয়েছে ক্লাবটি। এই তরুণ মিডফিল্ডারের জন্য ৪৬ মিলিয়ন ইউরো খরচ হয়েছে সিটির।

/এমএইচআর

Exit mobile version