Site icon Jamuna Television

সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে: উপদেষ্টা ফরিদা আখতার

সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করছে। এতে জনগণ পছন্দমতো সরকার গঠনের দিকে যেতে পারবে।

তিনি আরও বলেন, স্বাদু পানির মাছের রফতানি বাড়াতে কাজ চলছে। পাশাপাশি কৃষি খাতের মতো মৎস্য খাতের বিদ্যুৎ বিলে ভর্তুকি নিয়ে চাষীদের দীর্ঘদিনের দাবি পূরণেরও চেষ্টা চলছে।

/আরএইচ

Exit mobile version