Site icon Jamuna Television

রোনালদোর বায়োলজিক্যাল বয়স এখনও ২০, সিআর-৭’কে নিয়ে গবেষণার প্রস্তাব

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্রোনোলজিক্যাল বয়স ৪০ পার হলেও, তার বায়োলজিক্যাল বয়স এখনও ২০ বলে দাবি করেছেন সৌদি আরবের একজন অধ্যাপক। রোনালদো একটি ‘বিরল ঘটনা’ এবং এই অ্যাথলিটের অসাধারণ শারীরিক অবস্থান নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করার প্রস্তাব দিয়েছেন এই সৌদি অধ্যাপক।

তাইবাহ ইউনিভার্সিটির এক্সারসাইজ ফিজিওলজির অধ্যাপক ড. মোহাম্মদ আলি আল আহমাদি বলেছেন, রোনালদো আধুনিক স্পোর্টস সায়েন্সের জন্য একটি অনন্য মডেল। যেখানে অধিকাংশ খেলোয়াড় ৩০-এর দশকেই ফুরিয়ে যান, সেখানে শৃঙ্খলা, শারীরিক সুস্থতা এবং দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের জন্য রোল মডেল।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ড. আল আহমাদি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন অ্যাথলিট নন, তিনি একটি কেস স্টাডি। তার ক্রোনোলজিক্যাল বয়স ৪০ পেরিয়েছে, কিন্তু বায়োলজিক্যাল বয়স ২০-এর দশকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বায়োলজিক্যালি আরও যুবক হচ্ছেন’।

পর্তুগিজ এই তারকার লাইফস্টাইলকে ‘শীর্ষ মানবিক কন্ডিশনিংয়ের ব্লুপ্রিন্ট’ বলে অভিহিত করে ড. আল আহমাদি রোনালদোর শরীরের মাত্রাগুলো উল্লেখ করেন—যেমন ৫০% মাসল মাস এবং মাত্র ৭% বডি ফ্যাট, যা এমনকি এলিট অ্যাথলিটদের জন্যও অসাধারণ।

তিনি যোগ করেন, ‘সিআর-৭’এর জীবনে কোনো এলোমেলো জায়গা নেই। পুষ্টি থেকে শুরু করে ট্রেনিং, ঘুম—সবই বৈজ্ঞানিক নির্ভুলতায় নিয়ন্ত্রিত’।

ড. আল আহমাদি রোনালদোর শরীরের গঠন ও বায়োলজিক্যাল বয়স অ্যানথ্রোপোমেট্রিক এবং আন্তর্জাতিক ফিজিওলজিক্যাল পদ্ধতিতে গবেষণা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তার লক্ষ্য, এই ফলাফল বিশ্বের একাডেমিক জার্নালে সৌদি আরবের নামে প্রকাশ করা, যাতে রোনালদোর উপস্থিতি দেশটির জন্য একটি বৈজ্ঞানিক উত্তরাধিকারে পরিণত হয়।

তিনি বলেন, ‘সৌদি আরবে রোনালদোর উপস্থিতি একটি অবিস্মরণীয় সুযোগ। আমরা বৈজ্ঞানিকভাবে এই স্বাস্থ্য মডেলটি গবেষণা করে বিশ্বের সঙ্গে শেয়ার করতে চাই। গ্লোবাল কমিউনিটি এমন ডেটার জন্য উৎসুক, এবং সৌদি আরব এর উৎস হতে পারে’।

তিনি আরও উল্লেখ করেন যে, রোনালদোর উপস্থিতির মাঠের বাইরেও প্রভাব পড়েছে—রিয়াদে আল নাসর ম্যাচে দর্শক উপস্থিতি ২০% বেড়েছে।

‘অধিকাংশ খেলোয়াড় ৩০-এর দশকে অবসর নেন। রোনালদো কঠোর শৃঙ্খলার মাধ্যমে তার ক্যারিয়ার অন্তত এক দশক বাড়িয়েছেন। তিনি তার অর্ধেক বয়সী খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করছেন এবং প্রায়ই তাদের ছাড়িয়ে যাচ্ছেন,’ বলেন ড. আল আহমাদি।

রোনালদোর একটি উদ্ধৃতি দিয়ে তিনি শেষ করেন, সিআর একবার বলেছিলেন, ‘আমি জিমে যেতে প্রতিদিন ভালোবাসি, এমন মনে করো না। আমি তোমাদের মতোই। কিন্তু আমি জানি, আমাকে এটি করতে হবে। তোমাকে ব্যায়াম ভালোবাসতে হবে না, কিন্তু তোমার শরীর ও স্বাস্থ্যের প্রতি সম্মান দেখাতে হবে’।

/এআই

Exit mobile version