Site icon Jamuna Television

ভোট পাবে না বলেই বিএনপি নির্বাচনী প্রচারণায় সহিংসতা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোট পাবে না বলেই বিএনপি নির্বাচনী প্রচার প্রচারণায় সহিংসতা করছে।

আজ বুধবার ধানমন্ডির সুধাসদন থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন জেলায় ভিডিও কন্ফারেন্সে প্রচারণা কালে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ইসিতে ঐক্যফ্রন্ট নেতাদের আচরণের নিন্দাও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন ড.কামাল সাংবাদিক, আইনজীবীসহ সবার সাথে খারাপ ব্যবহার করেছে। একাদশ সংসদ নির্বাচন গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি। সবাইকে এই নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ভোটের মালিক একমাত্র দেশের জনগণ; তাই ভোটের মাধ্যমেই সবাইকে সরকার বেছে নিতে হবে। কিন্তু বিএনপি তা মেনে না নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Exit mobile version