Site icon Jamuna Television

কক্সবাজারে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজারে হামলায় আহত রহিম উল্লাহ সিকদার নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত রহিম উল্লাহ কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জাহেদ নামে এক ব্যক্তি রহিম উল্লাহকে মারধর করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় রহিম গুরুতর আহত হয়। জামায়াতের দুই কর্মী আব্দুল্লাহ আল নোমান ও মিজান হামলার নেতৃত্ব দেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, আগের একটি মামলাকে কেন্দ্র করে রহিম উল্লাহর ওপর হামলা করা হয়। ঘটনাটির তদন্ত চলছে।

এক প্রতিবাদ লিপিতে জামায়াতে ইসলামী জানায়, কক্সবাজারের ভারুয়াখালীতে সংঘটিত ঘটনাটি মসজিদের জমি দখল ও উদ্ধারকে কেন্দ্র করে এলাকার দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এটিকে ব্যক্তি স্বার্থের দ্বন্দ্বে চালানো হামলা। কিন্তু রহিম উল্লাহর মৃত্যু নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর ছড়ানো হচ্ছে। প্রতিবাদ লিপিতে ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বানও জানায় দলটি।

/আরএইচ

Exit mobile version