Site icon Jamuna Television

মাশরাফীর নিরাপত্তা বহরে থাকা পুলিশ কর্মকর্তার মৃত্যু

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার নিরাপত্তা বহরে থাকা এক পুলিশ কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ওই পুলিশ কর্মকর্তার নাম মনিরুজ্জামান মিটু। তিনি নড়াইল ডিবি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। আজ বিকালে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় পাশে থাকা পুলিশ সদস্য মো. বায়জিদ হাসান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় লোহাগড়ার দেবী গ্রামে নিহত মনিরুজ্জামান বুকের ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার এশার নামাজের পর পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

Exit mobile version