Site icon Jamuna Television

অভিবাসন ইস্যুতে উত্তাল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন

অভিবাসন ইস্যুতে উত্তাল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন।

শুক্রবার (৯ আগস্ট) একে অপরের বিরুদ্ধে বিক্ষোভে নামে অভিবাসনের পক্ষে ও বিপক্ষে অবস্থানকারীরা। আভীবাসনপ্রার্থীদের আশ্রয় দেয় লন্ডনের এমন দুটি হোটেলের সামনে অনুষ্ঠিত হয় এই পাল্টাপাল্টি কর্মসূচি। তবে সংখ্যার দিক থেকে এগিয়ে অভিবাসন বিরোধীরাই। ‘স্টপ ট্যা বোটস’ স্লোগানে জোড়ালো প্রতিবাদ জানায় তারা। এ সময় বিক্ষোভকারীদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত সপ্তাহেও বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। ছোট নৌকা করে লন্ডনের উপকূলে পৌঁছায় বিভিন্ন দেশের এসব আভীবাসনপ্রার্থীরা। চলতি বছরে ইতোমধ্যেই এ সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার।

/এএইচএম

Exit mobile version