Site icon Jamuna Television

ইউক্রেনের জনগণ যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করছে, বললেন জেলেনেস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলাস্কা সম্মেলনের আগে ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিধ্বনি করে বলেন, আজকের বৈঠক ‘নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এবং এ সম্মেলন ‘ন্যায়সঙ্গত শান্তির পথে বাস্তব অগ্রগতি’ ও ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ করে দেবে।

তিনি জানান, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেন পূর্বাঞ্চলে, বিশেষ করে ডনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে, অতিরিক্ত সেনা পাঠাচ্ছে—যে দুটি এলাকা আজকের আলোচনায় প্রধান ইস্যু হয়ে উঠতে পারে।

বিবৃতির শেষে তিনি যুদ্ধের অবসান এবং রাশিয়াকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানান।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version