Site icon Jamuna Television

আলাস্কায় ট্রাম্প ও পুতিনের সপ্তম মুখোমুখি বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই সপ্তমবারের মতো মুখোমুখি বসবেন। ট্রাম্প দায়িত্ব ছাড়ার এক বছর পর পুতিন ইউক্রেন আক্রমণ করেন। আর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে মস্কো একটুও ইঙ্গিত দেয়নি যে তারা আগ্রাসন থামাবে।

একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করতেন, পুতিনের সঙ্গে নিজের সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধ শেষ করতে পারবেন—কিন্তু এখন সেই ‘পুরনো বন্ধুর’ প্রতি আস্থাহীন হয়ে পড়েছেন ট্রাম্প। তিনি সম্প্রতি পুতিনকে ফোনে ‘বাজে কথা’ বিক্রি করার অভিযোগ করছেন। ফলে আজকের আলাস্কার বৈঠকের প্রেক্ষাপট অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন।

গতকাল ফক্স রেডিওকে ট্রাম্প বলেন,

‘আমি বিশ্বাস করি, পুতিন চুক্তি করতে রাজি হয়েছে। আমার মনে হয় সে অবশ্যই চুক্তি করবে। আর আমরা তা জানতে পারব বৈঠকের সময় —আমি খুব দ্রুতই বুঝে বৈঠকের ফলাফল।’

এছাড়াও বৈঠকে পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে ‘খুব কঠোর পরিণতি’ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। পুতিনের সাথে দেখা করতে আলাস্কার অ্যাঙ্কোরেজে এলমেনডর্ফ বিমান ঘাঁটিতে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version