Site icon Jamuna Television

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ এর একটি দল। 

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেইসাথে জব্দ করা হয় ট্রাকটি। আটককৃতরা হলেন, আমিনুল, বাবু ও মোজাহিদ।

র‍্যাব ১৪ (সিপিসি-৩) এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন নিশ্চিত করেছেন এ তথ্য।

কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে মাদক নিয়ে যাচ্ছিল। এর ভিত্তিতে কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। সেইসাথে ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

/এএইচএম 

Exit mobile version