Site icon Jamuna Television

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের ‘চিফ অব স্টাফ’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের ‘চিফ অব স্টাফ’ কেভিন সোয়েনি পদত্যাগ করেছেন। মূলত সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইস্যুতেই তার এই সিদ্ধান্ত বলে জানা যায়।

শনিবার এক বিবৃতিতে ইউএস নৌবাহিনীর সাবেক এই রিয়ার এডমিরাল জানান, বেসরকারি প্রতিষ্ঠানে ফেরার এটাই উপযুক্ত সময়।

২০১৭ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করছেন কেভিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিসেম্বরে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর এ পর্যন্ত শীর্ষ ৩ পেন্টাগন কর্মকর্তা পদত্যাগ করলেন।

গত মাসেই ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে চাকরি ছাড়েন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং দফতর মুখপাত্র ডানা হুইট।

তবে নতুন কাউকে নিয়োগ প্রদানের আগ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

প্রথমে ৪ মাসের মধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট। কিন্তু, পরে আরেক বিবৃতিতে ট্রাম্প জানান- কুর্দি যোদ্ধাদের পূর্ণাঙ্গ সহযোগিতার পরই ফিরবে সেনারা।

Exit mobile version