Site icon Jamuna Television

৪ দিনেও গ্রেফতার হয়নি ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক সাইফুল

বরগুনায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের মামলায় ৪ দিন পরও গ্রেফতার হয়নি প্রধান আসামি সাইফুল। ঘটনার পর থেকে পরিবার নিয়ে পলাতক আছে অভিযুক্ত। যদিও পুলিশ বলছে, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নির্যাতনের শিকার ওই কিশোরী এখনও চিকিৎসাধীন বরিশাল মেডিকেলে।

বরগুনা সদরের ফুলঝুরি গ্রামের সাহেবের হাওলা রফেজিয়া মাদ্রাসার শরীর চর্চা বিভাগের শিক্ষক সাইফুল। ঘরে স্ত্রী সন্তান রয়েছে। স্থানীয় মসজিদে ইমামতিও করেন তিনি। অথচ গত ২০ জানুয়ারি কৌশলে নিজ বাড়িতে ডেকে অস্টম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন করেন এই শিক্ষক।

তার বাবা ইব্রাহিম খলিল ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতার দাপটে সাইফুলের বেপরোয়া আচরণের অভিযোগ পাওয়া গেল তার সহকর্মী ও স্থানীয়দের কাছ থেকে।

ঘটনার পর থেকে গাঢাকা দিয়েছে সাইফুলের পুরো পরিবার। তাকে প্রধান আসামি করে ৩ জনের নামে হয়েছে মামলা। তাদের ধরার চেষ্টা করছে পুলিশ। যদিও চারদিনে এখনও সম্ভব হয়নি তাকে ধরা।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। তাকে শিগগরিই আটক করা যাবে বলে আশা করছি।

Exit mobile version