Site icon Jamuna Television

সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যমের সাংবাদিকরা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের আহবান জানান। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির দিকে যাওয়ার হুঁশিয়ারি দেন সংবাদকর্মীরা।

মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারাও অংশ নেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম নিয়ে রিপোর্ট করতে গেলে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারিরা আরটিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধর করে।

Exit mobile version