Site icon Jamuna Television

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। পুরো মাস বাঙালি জাতি ভালোবাসা জানাবে ভাষা শহীদের প্রতি।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে জীবন উৎসর্গ করেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক। সেই রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধীকার আন্দোলন; একাত্তরের অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদিকে, ফেব্রুয়ারি মাস উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমিতে বিকেল তিনটায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এ মাসে আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠান।

Exit mobile version