Site icon Jamuna Television

চট্টগ্রামে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শন করলেন বোর্ড চেয়ারম্যান

চট্টগ্রামে এসএসসির ৭টি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্র দেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র পরিদর্শন করেছে শিক্ষাবোর্ডের প্রতিনিধি দল। রোববার সকাল ১১টার দিকে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

এসময় তারা ভুক্তভোগী শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষক ও কেন্দ্র সচিবের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তারা বলেন, অভিযুক্ত শিক্ষক ও কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তারা ৩ দিনের মধ্যে জবাব দিলে ব্যবস্থা নেয়া হবে।

কিন্তু এই ৩ দিন দায়িত্ব পালন করতে পারবেন তারা। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিচলিত না হওয়ারও আহ্বান জানায় বোর্ডের প্রতিনিধি দল। গতকাল এসএসসি প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৭টি কেন্দ্রে।

Exit mobile version