Site icon Jamuna Television

ক্ষুরারোগ: ভারত থেকে মহিষের মাংস আমদানি বন্ধ করলো চীন

ভারতের বিভিন্ন রাজ্যে গরু-মহিষের মধ্যে ক্ষুরারোগ দেখা দেয়ায় দেশটি থেকে মহিষের মাংস আমদানি করা বন্ধ করে দিয়েছে চীন। এতে ভারতের মাংস রপ্তানি ১৫ শতাংশ কমে এসেছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

সম্প্রতি ক্ষুরারোগের প্রমাণ পাওয়ায় ভারত থেকে মাংস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। চীন বিশ্বের সবচেয়ে বড় মাংস আমদানিকারক দেশ। চীন আমদানি বন্ধ করায় অন্যান্য দেশেও ভারতের মাংসের চাহিদা হোচট খাওয়ার শঙ্কা রয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে ভারতের মাংস রপ্তানি গত বছরের প্রথম তিন মাসের দেড় মিলিয়ন টন থেকে ১০ শতাংশ কমে যেতে পারে। বছরব্যাপী এই নিষেধাজ্ঞা বজায় থাকলে তা ১৫ শতাংশে যেতে পারে।

ইতোমধ্যে গরুর মাংস বিক্রি ও রপ্তানি ভারতের বিভিন্ন রাজ্যে বেইআনি ঘোষিত হওয়ার পর গৃহপালিত প্রাণি উৎপাদন খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটি। বিশেষ করে লাখ লাখ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী ভুক্তভোগী হয়েছেন।

Exit mobile version